Khoborerchokh logo

জিএমপি‘র কাশিমপুর থানা এলাকায় স্বামী-স্ত্রীর বাকবিতন্ডা থামাতে গিয়ে যুবক খুন 208 0

Khoborerchokh logo

জিএমপি‘র কাশিমপুর থানা এলাকায় স্বামী-স্ত্রীর বাকবিতন্ডা থামাতে গিয়ে যুবক খুন

কামাল হোসেন:
 গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় এক দম্পতির ঝগড়ার থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে কাশিমপুরের সারদাঞ্জে এ ঘটনা ঘটে । ঝগড়ার থামাতে গিয়ে বলির পাঠার মত নিহত শফিকুল ইসলাম (৩৮) রংপুরের পীরগাছা থানার পশ্চিম পাটশিকড় এলাকার আবু বক্করের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, সারদাগঞ্জে এক বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডিবিএল কারখানায় চাকরি করতেন শফিকুল ইসলাম। 
বুধবার লাঞ্চ আওয়ারের দিকে একই বাড়ির ভাড়াটিয়া আতাউর রহমান (৩০) ঘরের দরজা বন্ধ করে তারা স্বামী স্ত্রী ঝগড়া করছিলেন। উচ্চস্বরে কথা কাটাকাটি হচ্ছে বুঝে শফিকুল ইসলাম ওই ঝগড়া থামাতে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে এবং দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন।এতে আতাউর রহমান উত্তেজিত হয়ে দরজা খোলার পরই শফিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পুলিশ আতাউর রহমানকে আটক করেছে। আটক আতাউর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়। উল্লেখিত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com